কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলশিক্ষক নিহত

কিশোরগঞ্জে বৈদ্যুতিক শট সার্কিট থেকে বাড়িতে অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2019, 08:27 AM
Updated : 20 July 2019, 08:28 AM

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, নিহত নূরুল আলম উপজেলার গাঙ্গাইল গ্রামের সেকান্দর আলীর ছেলে।

নূরুল স্থানীয় পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে ওই গ্রামের লাল মিয়ার বসতঘরে আগুন লেগে আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এ সময় নূরুল নিজের ঘরের ফ্রিজের লাইন বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হন। তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নেভান।

জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাকিব উদ্দিন ভূঁইয়া শুভ বলেন, “বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

“আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারটি বসতঘর। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন সাতজন। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।”