জামালপুরে বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2019, 08:23 PM
Updated : 19 July 2019, 08:23 PM

এদের মধ্যে তিনজন বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে ইউএনও দেওয়ান মো. তাজুল ইসলাম জানিয়েছেন।

স্থানীয়রা জানান, উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে শুক্রবার সকালে বন্যার পানির তোড়ে আবু বক্কর (৭০) ভেসে যান। কিছু দূর গিয়ে তার মৃতদেহ ভেসে উঠে।

আগের দিন বন্যার পানিতে ভেসে নিখোঁজ এক স্কুলছাত্রের লাশ শুক্রবার উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিহত মাজ্জাদ হোসেন (১২) উপজেলার সাধুরপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, মাজ্জাদ বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বটতলা ব্রিজের রেলিংয়ে দাঁড়িয়ে বন্যার পানি দেখছিল। হাত ফসকে রেলিং থেকে ছিটকে ব্রীজের নীচে বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যায়।

এদিকে বন্যার পানিতে ডুবে শুক্রবার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে সাকিব খান নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার ইসলামপুরের চিনাডুলী ইউনিয়নের বৈলেগাঁও ফৈয়লেমারী গ্রামের মশিউর রহমান (৩০) ঘরের ভিতরে মাঁচা থেকে পড়ে বন্যার পানিতে ডুবে মারা গেছে।

চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, মশিউর একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। সাঁতার জানা ছিল না তার।