বন্যা: কুড়িগ্রামে ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

কুড়িগ্রাম জেলায় বন্যার কারণে ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 03:03 PM
Updated : 18 July 2019, 03:03 PM

বৃহস্পতিবার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম জানান, জেলায় ২৭৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১২৮টি, ২২২টি মাদ্রাসার মধ্যে ৭০টি এবং ৬১টি মহাবিদ্যালয়ের মধ্যে ১৭টিতে বন্যার পানি উঠেছে।

“এসব শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।”

এর মধ্যে ৫৫টি স্কুল, ১৭টি মাদ্রাসা ও ২টি কলেজ বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেও জানান তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, এক হাজার ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে তলিয়ে গেছে ৫৩৬টি। আর নদী ভাঙনে বিলীন হয়েছে ৪টি।

“এখন ভাঙনে মুখে আরও চারটি প্রাথমিক বিদ্যালয়।”

এসব বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ ৩৫ হাজার। সরকারিভাবে ফ্লাড সেন্টার কাম স্কুলের সংখ্যা ৩৮ হলেও প্রায় তিনশত শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে জানান তিনি।

ফলে বন্যার পানি নেমে গেলেও পাঠদান কার্যক্রম শুরু করতে বেশ সময় লাগবে।