রিফাত হত্যা: রাব্বী ও আরিয়ানের জবানবন্দি

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি রাব্বী আকন ও সন্দেহভাজন আরিয়ান শ্রাবণ জবানবন্দি দিয়েছেন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 01:19 PM
Updated : 18 July 2019, 04:10 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক হুমায়ুন কবির।

এ নিয়ে হত্যার দায় স্বীকার করে ১২ জন আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানান হুমায়ুন।

বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, “রিফাত শরীফ হত্যা মামলায় তারা ১৫ জনকে জীবিত গ্রেপ্তার করেছেন। মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন।”

গত ২৬ জুন রিফাতকে প্রকাশ্য সড়কে কুপিয়ে হত্যার সময় স্বামীকে বাঁচাতে মিন্নির চেষ্টার ভিডিও ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি সারাদেশে আলোচনায় উঠে আসে।

পরদিন শাহনেওয়াজ রিফাত শরীফের বাবা দুলাল শরীফ ১২ জনকে আসামি করে যে মামলাটি করেন, তাতে প্রধান সাক্ষী করা হয়েছিল মিন্নিকেই। মঙ্গলবার মিন্নিকেও গ্রেপ্তার করা হয়।