নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ময়মনসিংহে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে তিন লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 09:26 AM
Updated : 18 July 2019, 09:26 AM

বাবু টাকা নেওয়ার কথা স্বীকার করলেও ফেরত দিয়েছেন বলে দাবি করেছেন।

জেলার ত্রিশাল উপজেলার বৈলর এলাকার বাসিন্দা জাকির হোসেন অভিযোগ করেন, ওই বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে চার বছর আগে তিন লাখ টাকা নেন বাবু।

“২০১৬ সাল থেকে প্রায় তিন বছর আমি বিনা বেতনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অফিস সহায়কের কাজ করি। কিন্তু এখনও বাবু আমাকে চাকরিও দিচ্ছেন না টাকাও ফেরত দিচ্ছেন না।”

অভিযোগ সম্পর্কে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, “বাবুকে টাকা ফেরত দিতে সময় দিয়েছি। যদি সে টাকা ফেরত না দিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বাবু দাবি করেন, “টাকা নেওয়ার পর তা ফেরত দিয়েছি। এখন এ বিষয়টি নিয়ে কথা হচ্ছে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হুমায়ন কবীর।

তিনি বলেন, “কোনো ছাত্রনেতা টাকা নিয়ে থাকলে তা তার ব্যক্তিগত বিষয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে অবগত নয়।”