কুষ্টিয়ায় শ্লীলতাহানির মামলায় একজনের কারাদণ্ড

কুষ্টিয়ায় পাঁচ বছর আগে এক কলেজ শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে প্রতিষ্ঠানটির এক অধ্যক্ষকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 08:16 AM
Updated : 18 July 2019, 08:16 AM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত চৌধুরী নুরুদ্দিন মো. সেলিম ওরফে সজল চৌধুরী কুষ্টিয়া শহরের মিলপাড়ার বাসিন্দা চৌধুরী আব্দুল আলীর ছেলে এবং সৈয়দ মাছুদ রুমী কলেজের অধ্যক্ষ।  

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বলে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন আদালতের রাষ্ট্রপক্ষের  আইনজীবী আকরাম হোসেন দুলাল জানান।
মামলার বিবরণে বলা হয়, ২০১৪ সালের ৩০মার্চ দুপুরে নুরুদ্দিন তার কলেজের এক শিক্ষিকার শ্লীলতাহানি করেন।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ৭ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৪ সালের ১৩ অগাস্ট পুলিশ ওই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।