সিলেটে বিজ্ঞানের শিক্ষার্থীদের ‘ভালো ফল’

পাসের হার, জিপিএ-৫ পাওয়া- সবদিক থেকেই এবার এইচএসসিতে সিলেট শিক্ষা বোর্ডের অর্জন ‘সন্তোষজনক’।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2019, 11:24 AM
Updated : 17 July 2019, 11:24 AM

বোর্ডে এবার এবার পাসের হার ৬৭ দশমিক ০৫ শতাংশ। গত বছরে এই হার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ । গত বছর ৮৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছেন এক হাজার ৯৪ জন।

এবারের পরীক্ষায় মোট ৭৬ হাজার ২৫১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৫১ হাজার ১২৪ জন।

বুধবার দুপুরে বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, “গত বছরের চেয়ে এবার সবদিকেই ফল ভাল হয়েছে। ফলাফল সন্তোষজনক।”

সিলেট বোর্ডের অধীনে চার জেলায় মধ্যে সিলেটে ৭০ দশমিক ৫৯, হবিগঞ্জে ৬৭ দশমিক ৮০, মৌলভীবাজারে ৬০ দশমিক ৯৬ ও সুনামগঞ্জে ৬৫ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

গত বছরের মতো এবারও ছেলেদের চেয়ে মেয়েরা ভাল ফল করছে। ৩৪ হাজার ৬৪৯ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২২ হাজার ৪৯০ জন।

অন্যদিকে ৪১ হাজার ৬০২ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৮ হাজার ৬৩৪ জন। ছেলেদের পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ আর মেয়েরা পাস করেছে ৬৮ দশমিক ৮৩ শতাংশ।

বিজ্ঞানে ভালো ফল

সিলেটে বোর্ডে এবারও বিজ্ঞানের শিক্ষার্থীরা ভালো ফল করেছেন।

এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩ দশমিক ০২ শতাংশ, মানবিক বিভাগে ৬০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করলেও বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ৮৮ দশমিক ৮১ শতাংশ শিক্ষার্থী।

আর এক হাজার ৯৪ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞানেরই ৯৪৪ জন।

সিলেট শিক্ষা বোর্ডে এবার ২৮৫টি কলেজের মধ্যে সাতটি কলেজের সব শিক্ষার্থী পাস করেছেন। আর কেউ পাস করেননি এমন প্রতিষ্ঠান নেই সিলেটে।