বরিশালে টানা তৃতীয় বারের মতো বেড়েছে পাসের হার

এ বছর টানা তৃতীয় বারের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হার বেড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2019, 11:05 AM
Updated : 17 July 2019, 11:05 AM

এই বোর্ডে এবছর পাসের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ, যা আবার গত দুই বছরের চেয়ে বেশি।

২০১৮ সালে পাসের হার ছিল ৭০ দশমিক ৫৫ শতাংশ এবং ২০১৭ সালে ছিল ৭০ দশমিক ২৪ শতাংশ।

এবছর পাসের হারের সাথে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।

গতবছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৭০ জন শিক্ষার্থী। আর এবার পেয়েছেন ১২০১ জন।

মেয়েরা এগিয়ে

জিপিএ-৫ ও পাসের হার- দুই ক্ষেত্রেই এবার এই বোর্ডে এগিয়ে মেয়েরা।

মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে মেয়ে ৭৩৫ জন ও ছেলে ৪৬৬ জন।

এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৬৩ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৪ হাজার ৮৮৭ জন। এদের মধ্যে মেয়ে ২৩ হাজার ৬২৯ এবং ছেলে ২১ হাজার ২৫৮ জন।

বুধবার দুপুরে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম।

বিভাগের শীর্ষে বরিশাল জেলা

এ বোর্ডের অধীনে এবার বিভাগের ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে বরিশাল জেলা। 

দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভোলা ও পিরোজপুর। এরপর বরগুনা, ঝালকাঠী ও পটুয়াখালীর অবস্থান

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বরিশাল জেলায় এবার পাস করেছেন ১৭ হাজার ৫১ জন। এ জেলায় পরীক্ষার্থী ছিল ২২ হাজার ৯৮৯ জন। পাসের হার ৭৪ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭০৮ জন।

ভোলায় জিপিএ-৫ পেয়েছের ১৩৪ জন। পাসের হার ৭৩ দশমিক ২৯ শতাংশ। ৮ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী মধ্যে পাস করেছে ৬ হাজার ৩৯৬ জন।

পিরোজপুরে পাসের হার ৬৯ দশমিক ৫৩ শতাংশ। এ জেলায় পরীক্ষার্থী ছিল ৮ হাজার ৯৯ জন। এদের মধ্যে পাস করেছেন ৫ হাজার ৬৩১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৮১ জন।

বরগুনায় ৬ হাজার ৩২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৩৯৮ জন। পাসের হার ৬৯ দশমিক ৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৫ জন।

ঝালকাঠীতে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ জন। ৫ হাজার ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে থেকে পাস করেছেন ৩ হাজার ৩৭১ জন। পাসের হার ৬৬ দশমিক ৮২ শতাংশ।

সর্বশেষে থাকা পটুয়াখালীতে পাসের হার ৬৫ দশমিক ০৯ শতাংশ। পাস করেছেন ৮ হাজার ৪০ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ হাজার ৩৫২ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১১৪ জন।