‘আমেরিকান বউমা পেয়ে খুশি’ লক্ষ্মীপুরের রহিমা

ফেইসবুকের মাধ্যমে পরিচয়ের পর বিদেশি এক নারী লক্ষ্মীপুরে এসে এক তরুণকে বিয়ে করেছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2019, 07:09 AM
Updated : 18 July 2019, 01:28 PM

লক্ষ্মীপুর সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের সফিক উল্লাহর ছেলে সোহেল হোসেনের সঙ্গে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার এই বিয়ে হয়।

সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালে শার্লোট নামে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নারীর সঙ্গে ফেইসবুকের মাধ্যমে তার পরিচয় হয়।

“তারপর বন্ধুত্ব। তারপর প্রেম। দুই দেশের সংস্কৃতি ভিন্ন হলেও শেষ পর্যন্ত আমাদের ভালবাসারই জয় হয়েছে। উভয়ের পরিবার মেনে নেওয়ার পর ১২ জুলাই বাংলাদেশে আসে শার্লোট।”

তারপর মঙ্গলবার বরের বাড়িতে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সোহেলের পরিবারের সদস্যরা বিদেশি পুত্রবধূকে নিয়ে উচ্ছ্বসিত।

সোহেলের মা রহিমা বেগম বলেন, “আমি খুব খুশি, যা ভাষায় বলার মত না। তবে বউমা বাংলায় কথা বলতে পারে না—শুধু এইটা একটু সমস্যা। তয় আস্তে আস্তে বলতে পারবে।”

সোহেলের বোন শারমিন আক্তার সব কথাবার্তা চালিয়ে নিতে পারেন বলে জানান।

তিনি বলেন, “উনার কথা একটু একটু বুঝতে পারি। আমিও একটু একটু বলতে পারি। কদিন পরে ঠিক হয়ে যাবে আশা করি।”

বাংলাদেশের গ্রামীণ বিয়ের পরিবেশসহ অন্যান্য বিষয়ে উচ্ছ্বসিত শার্লোট বলেন, “আমি ভেরি হ্যাপি। আমি খুব খুশি। আশা করি আমরা সুখী হব।”

এই বিয়ের খবর এখন এলাকার মানুষের মুখে মুখে। এসেছে কয়েকটি গণমাধ্যমেও। দৈনিকেই এলাকার মানুষ ভিড় করছে তাকে দেখার জন্য।