টেকনাফে বিজিবির মাদকবিরোধী অভিযানে নিহত ২

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই মাদক বিক্রেতা নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2019, 05:03 AM
Updated : 17 July 2019, 05:03 AM

বুধবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার নাফ নদী সংলগ্ন এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান।

নিহতরা হলেন- যশোরের কোতোয়ালি থানার বসুন্দিয়া এলাকার মো. জব্বার আলীর ছেলে জাবেদ মিয়া (৩৪) ও চাঁদপুর জেলা দক্ষিণ মতলব উপজেলার চরমুকুন্দী গ্রামের মো. রেজাউল সওদাগরের ছেলে মো. আসমাউল সওদাগর (৩৫)।

কর্নেল ফয়সল বলেন, নাফ নদীর দিক থেকে কয়েকজন লোককে আসতে দেখে বিজিবির টহল তাদের  থামার জন্য সংকেত দেয়। এ সময় তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে।

“পরে এক পর্যায়ে ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা দুইজনেকেই মৃত ঘোষণা করেন।”

তাদের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা জানান।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে দশ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।