সাভারে শিশু চুরির অভিযোগ দিয়ে ‘প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা’

ঢাকার সাভারে দুই বছরের একটি শিশু চুরি হওয়ার অভিযোগ উঠেছে; তবে পুলিশ বলছে, শিশুটিকে লুকিয়ে রেখে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে পুলিশ সন্দেহ করছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 12:09 PM
Updated : 16 July 2019, 12:09 PM

সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লার মামুন মিয়া ছেলে রাশেদুল ইসলাম অভিযোগ করেন, তার বড় বোন মামুনা আক্তার দুই বছরের মেয়ে মাহিনাকে নিয়ে রাতে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে জেগে দেখেন মাহিনা বিছানায় নেই। ঘরের দরজা খোলা। আশপাশে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।

অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে ঘটনা তদন্ত করেছে বলে জানিয়েছেন সাভার থানার এসআই মো. মোফাজ্জল হোসেন।

তিনি বলেন, “ঘটনাস্থল তদন্ত করে দেখেছি, ঘরের ভেতর থেকে দরজা না খুললে বাইরে থেকে খোলার কোনো উপায় নেই। বাড়িটির চতুর্দিকে ইটের প্রাচিল। ঘরের দরজার আশপাশের কোনো জায়গা থেকে বা জানালা দিয়ে দরজা খোলার কোনো উপায় নেই।”

নিখোঁ মাহিনার নানা মামুন মিয়া সম্প্রতি কক্সবাজার এলাকায় ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন জানিয়ে এসআই মোফাজ্জল বলেন, পরিবারের ধারণা তাদের এক প্রতিবেশী মামুনকে ধরিয়ে দিয়েছেন।

“শিশু চুরির তীরও সেই প্রতিবেশীর দিকে ছুড়ছে পরিবারটি। পুলিশ ধারণা করছে, শিশুটিকে অন্যত্র সরিয়ে রেখে পরিবারের সদস্যরা চুরির নাটক করছে। তবে বিষয়টি আমরা আরও ভালভাবে খতিয়ে দেখছি।”