সিরাজগঞ্জে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা তদন্তে আরেকটি কমিটি  

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে উঠে পড়া বরযাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় দশজন নিহতের ঘটনা তদন্তে ছয় সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 11:19 AM
Updated : 16 July 2019, 11:19 AM

মঙ্গলবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন জানান, কমিটিতে সদর ও কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জিআরপি থানা এবং সদর ও কামারখন্দ সার্কেলের পুলিশ কর্মকর্তা ও এলজিইডির প্রকৌশলী রয়েছেন।

তদন্ত কমিটিকে আগামী ছয় কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি। 

এর আগে সোমবার রাতে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশীর পক্ষ থেকে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয় বলে উপ-সহকারী প্রকৌশলী (পাকশী) মো. আশরাফুল ইসলাম জানান।  এই কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়ার উপজেলার সলপ স্টেশনের কাছে শাহিকোলা এলাকায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস অরক্ষিত রেল ক্রসিং অতিক্রম করার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের ধাক্কায় বর কনেসহ দশজন নিহত হন।

নিহতদের লাশ সোমবার রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে জেলা প্রশাসন।