রাবি ক্যাম্পাসে শিক্ষার্থীকে কুপিয়ে টাকা ছিনতাই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে কুপিয়ে তার কাছে থাকা তিন হাজার টাকা ছিনতাই করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2019, 05:25 AM
Updated : 15 July 2019, 05:25 AM

রোববার রাত ১০টার দিকে মাদার বখস হলের সামনে এ ঘটনা ঘটে বলে ওই শিক্ষার্থী জানান।

ছিনতাইয়ের শিকার লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইদুর রহমানকে বিশ্ববিদ্যালয় মেডিকেল চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সাইদুর বলেন, “আমি স্টেডিয়ামের পাশ দিয়ে হলের দিকে যাচ্ছিলাম। পথে মাদার বখস হলের পুকুর পাড়ের সামনে তিনজন আমার পথরোধ করে দাঁড়ায়।

“দুইজন ধরে রাখে আর অন্যজন ছুরি দিয়ে পেটে, বুকে ও ঘাড়ে আঘাত করে। এক পর্যায়ে তারা লাথি, কিল ঘুষি মারতে শুরু করলে জ্ঞান হারিয়ে ফেলি। ছিনতাইকারীরা আমার সঙ্গে তারা থাকা তিন হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ছিনতাই করেছে।”

তিনি বলেন,“ জ্ঞান ফেরার পর আমার রুমমেটদের ফোন করলে জানালে তারা আমাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়। তবে ছিনতাইকারীদের আমি চিনতে পারিনি।”

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে জানানো হয়েছে।

এ ধরণের ঘটনা এড়াতে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।