কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ মাদকের আসামি নিহত, ইয়াবা উদ্ধার

কক্সবাজারে টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছে। 

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2019, 08:07 AM
Updated : 14 July 2019, 08:07 AM

রোববার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়া পাড়ায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

নিহত মুফিদ আলম (৩৯) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়া পাড়ার নজির আহমদের ছেলে।

মুফিদকে ‘চিহ্নিত মাদক বিক্রেতা’ দাবি করে পুলিশ বলছে, মাদক ব্যবসার অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ ও ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় সাতটির বেশি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

ওসি বলেন, গোপনে খবর পেয়ে নয়া পাড়ায় শনিবার রাতেঅভিযান চালিয়ে

মুফিদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সঙ্গে নিয়ে পুলিশের একটি দল ইয়াবা উদ্ধারে যায়।

“এ সময় মুফিদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে মুফিদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মুফিদের মৃত্যু হয়।”

এ ঘটনায় টেকনাফ থানার এএসআই মোহাম্মদ অহিদ এবং কনস্টেবল রুবেল মিয়া ও মনির হোসেন আহত হন বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য।

এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় বন্দুক, দশটি গুলি এবং পাঁচ হাজার ইয়াবা উদ্ধারের খবর জানান ওসি।