লালপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

নাটোরের লালপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2019, 12:21 PM
Updated : 13 July 2019, 12:21 PM

নিহত মানিক হোসেন ওরফে শুটার মানিক ওরফে সুমন (৪৮) পাবনার ঈশ্বরদী শহরের পূর্ব টেংরী মহল্লার ইউনুস আলীর ছেলে।

নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আকরামুল হোসেন বলেন, গত ৫ জুলাই জেলার বড়াইগ্রাম উপজেলার মকিমপুর এলাকায় আমীন হোসেন নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যার পর তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় খুনি।

“ওই ঘটনায় জড়িত সন্দেহে মানিককে বড়াইগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ তাকে নিয়ে শুক্রবার রাত ২টার দিকে ঘটনা তদন্তের জন্য লালপুরের তোফাকাটা এলাকায় যায়। সেখানে তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় মানিক গুলিবিদ্ধ হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে কলেজছাত্র আল আমীনের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মানিকের বিরুদ্ধে নাটোর, পাবনা ও রাজশাহীতে হত্যা-ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে।