চাঁপাইনবাবগঞ্জ ও শেরপুরে বজ্রপাতে নিহত ৩

বৃষ্টির মধ্যে বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ দুইজন আর শেরপুর জেলায় এক কৃষক নিহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2019, 01:53 PM
Updated : 12 July 2019, 01:53 PM

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা গ্রামের বাবলুর ছেলে হৃদয় (১৩), একই উপজেলার টিকরা গ্রামের সামশুদ্দিন দফাদারের ছেলে ভদু দফাদার (৫৭) ও শেরপুরের শ্রীবরদী উপজেলার রুপারপাড়া গ্রামের আবুল কাশেম (৪০)।

শুক্রবার বিকালে বজ্রপাতের এসব ঘটনা ঘটে বলে সরকারের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি পুলিশ জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে ফসলের মাঠে কাজ করার সময় বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই হৃদয় ও ভদু নিহত হন।

নিহতদের পরিবারকে লাশ দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।

শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজীরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মানিক বলেন, প্রায় একই সময় তার ইউনিয়নের রুপারপাড়া গ্রামে ফসলের মাঠে বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। এ সময় আবুল কাশেম মাঠে কাজ করছিলেন। বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।