মুখে কালো কাপড় বেঁধে নেত্রকোণায় ধর্ষণের প্রতিবাদ

মুখে কালো কাপড় বেঁধে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের প্রতিবাদ হয়েছে নেত্রকোণায়।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2019, 10:35 AM
Updated : 12 July 2019, 10:35 AM

শুক্রবার ‘ধর্ষনের বিরুদ্ধে জাগো বাংলাদেশ’- শ্লোগানে মুখে কালো কাপড় বেঁধে  সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে প্রতিবাদ জানানো হয়।

সকাল ১০টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচিতে

জেলা শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা  অংশ নেন।

পরে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ এবং খালি পায়ে হেঁটে শহরে মিছিল করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

নেত্রকোণার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক তমা রায়, শিক্ষার্থী উচ্ছাস সরকার, পুস্পা সরকার, তামান্না আক্তার, মেহজাবিন কাব্য, বিথি দাস, শাওন আক্তার জুঁইসহ অন্যরা প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন। 

শিক্ষক তমা রায় বলেন,“ধর্ষণের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” 

এ সময় ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ণ করে শাস্তির দাবি জানান তিনি।

পাশাপশি ধর্ষকদের পক্ষে কোনো আইনী লড়াই না করার জন্য আইনজীবীদের প্রতি অনুরোধ জানানো হয় সবাবেশ থেকে।