ফেনীতে ২১ হাজার ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ আটক

ফেনীতে ২১ হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটকের খবর জানিয়ে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2019, 05:24 AM
Updated : 12 July 2019, 05:24 AM

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক (সহকারী পরিচালক) সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকা থেকে সকালে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ গাজী (৩৬) টাঙ্গাইলের ভূয়াপুরের মেঘার পটল গ্রামের মো. আজাহার আলী আজার ছেলে।

জুনায়েদ জাহেদী বলেন, ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে ভ্যানে করে ইয়াবার একটি চালান ফেনী সদরের পাঁচগাছিয়া বাজার হয়ে লালপুলে যাচ্ছে খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

“এ সময় একটি ভ্যানকে তল্লাশির জন্য সংকেত দিলে চালক ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেওয়া তথ্যে ভ্যান থেকে ২০ হাজার ৯৬৫টি ইয়াবা উদ্ধার করা হয়।”

র‌্যাবের এ কর্মকর্তা  আরও বলেন, “উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক এক কোটি ৪ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।”

আটক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল।

এ ঘটনায় মাদক আইনে মামলা করে আসামি ও উদ্ধার করা ইয়াবা ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।