জয়পুরহাটে রাস্তা সংস্কারের দাবিতে পরিবহন ধর্মঘট

জয়পুরহাটে রাস্তা সংস্কারের দাবিতে ধর্মঘটে নেমেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2019, 08:18 AM
Updated : 11 July 2019, 10:40 AM

ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জয়পুরহাট থেকে বগুড়ার মোকামতলা ও দুপচাচিয়া, দিনাজপুরের হিলি স্থলবন্দরসহ বিভিন্ন রাস্তার অবস্থা শোচনীয়। এগুলো সংস্করের দাবিতে প্রাথমিকভাবে তারা বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করছেন।

পূর্বঘোষণা অনুযায়ী এই ধর্মঘট চলছে জানিয়ে তিনি বলেন, অচিরেই রাস্তাঘাট সংস্কারের ঘোষণা না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

পরিবহন মালিক বেদারুল ইসলাম বেদীন বলেন, ওই রাস্তাগুলো দিয়ে হাজার হাজার ভারী যান চলাচল করে। রাস্তার পিচ-খোয়া উঠে বিভিন্ন স্থানে খানাখন্দ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। হতাহতের ঘটনা ছাড়াও হয়রানি হতে হচ্ছে শ্রমিক-মালিকদের।

“প্রায় অকেজো এসব রাস্তায় গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় জ্বালানি খরচ বেড়ে যায়। যানবাহনের যন্ত্রাংশ ভেঙে যায়। এভাবে আর্থিক ক্ষতি হয়। অন্যদিকে একই কারণে গাড়ির আয়ু কমে যায়।”