ফেনীতে ‘ভাই-ভাতিজার হাতে’ এক ব্যক্তি খুন

পারিবারিক কলহের জেরে ফেনীর পরশুরামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে তার ভাই ও ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2019, 04:00 AM
Updated : 11 July 2019, 04:00 AM

নিহত আবু বক্কর সিদ্দিক (৫৫) পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের নোয়াপুর পশ্চিম অলোকা গ্রামের মো. ছাদেক হোসেনের বড় ছেলে।

মঙ্গলবার বিকেলে আক্রান্ত হওয়ার পর বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরশুরাম মডেল থানার ওসি শওকত হোসেন জানান।

তিনি বলেন, এ ঘটনায় বক্করের স্ত্রী সালমা আক্তার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পর বক্করের ছোট ভাই আবুল বশর এবং তার ছেলে মো. শরিফ উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নিহতের চাচাতো ভাই মো. এমরান বলেন, গত সোমবার পারিবারিক বিষয় নিয়ে বশরের স্ত্রীর সঙ্গে তার ভাসুর বক্করের ঝগড়া হয়।

প্রতীকী ছবি

“এর জের ধরে মঙ্গলবার বিকালে বক্কর ফেনী শহর থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় ওঁৎ পেতে থাকা বশর ও শরিফ লোহার রড ও শাবল দিয়ে তাকে বেধড়ক পেটায়।”

গুরুতর আহত বক্করকে স্থানীয়রা প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সেখানে অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঢাকা মেডিকেল থেকে বক্করকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে।

শেষ পর্যন্ত স্বজনরা তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

পরশুরাম মডেল থানার ওসি শওকত হোসেন বলেন, বক্করের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার বশর ও তার ছেলে শরিফকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।