নাটোরে শিশু হত্যায় ৩ শিশু দণ্ডিত  

সহশিক্ষার্থীকে অপহরণ ও হত্যার দায়ে মাদ্রাসাছাত্র তিন শিশুকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2019, 02:48 PM
Updated : 10 July 2019, 02:48 PM

বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মাইনুল হক এই রায় দেন।

দণ্ডিত তিনজন জেলা শহরের আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থী।

আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি শাহজাহান কবীর বলেন, এই তিন মাদ্রাসাছাত্র একই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির অপর এক শিক্ষার্থীকে অপহরণ করে ২০১৫ সালের ২৫ অগাস্ট। এরপর তারা ওই শিশুর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

“মুক্তিপণ না পেয়ে তারা শিশুটিকে হত্যা করে মাদ্রাসার শৌচাগারের ট্যাংকে ফেলে দেয়। ছয়দিন পর র‌্যাব লাশ উদ্ধার করে।”

এ ঘটনায় ওই বছর ১ সেপ্টেম্বর মামলা হয়।

কৌঁসুলি আরও জানান, মামলার অভিযুক্তরা ও নিহত শিশু অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার শিশু আইনে করা হয়েছে।

তাদের দণ্ড দেওয়া হয়েছেও শিশু আইনে।

তিনি জানান, দুইজনকে সাজা দেওয়া হয় হত্যার দায়ে ১০ বছর করে, মুক্তিপণ দাবির জন্য ৫ বছর করে ও লাশ গুম করার দায়ে ৩ বছর করে কারাদণ্ড। অপরজনকে মুক্তিপণ দাবির জন্য ৫ বছর ও লাশ গুম করার দায়ে ৩ বছর আটকাদেশ দেওয়া হয়।

শাহজাহান কবীর আরও জানান, প্রথম দুইজন বর্তমানে প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরজন এখনও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে। পরে সে প্রাপ্তবয়স্ক হলে তাকে কারাগারে পাঠানো হবে।

আসামিপক্ষের আইনজীবী মোজাম্মেল হোসেন বলেন, দণ্ডের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।