তেলবাহী বগি লাইনচ্যুত, রাজশাহীর পথে ট্রেন বন্ধ

রাজশাহীর চারঘাট উপজেলায় একটি তেলবাহী ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে ওই জেলার সঙ্গে সকল রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2019, 01:27 PM
Updated : 10 July 2019, 01:28 PM

বুধবার সন্ধ্যায় হলিদাগাছী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রাজশাহী রেল স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জানান।

জাহিদুল ইসলাম বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সারদা স্টেশন থেকে এক কিলোমিটার রাজশাহীর দিকে এসে ট্রেনটির নয়টি বগি লাইচ্যুত হয়।  এতে রাজশাহীর সঙ্গে সকল রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পাবনার ইশ্বরদী জংশন থেকে ছেড়ে যাওয়া তেলবাহী ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের দিকে যাচ্ছিল বলে তিনি জানান।

জাহিদুল আরও বলেন, কর্মকর্তারা ইতিমধ্যেই সেটি পরিদর্শন ও উদ্ধারের ব্যবস্থা নিয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছেন। তবে উদ্ধারে বেশ সময় লাগবে।