দিনাজপুরে দুর্নীতির অভিযোগে সমাজসেবা কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

দিনাজপুরে প্রায় সোয়া তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2019, 11:42 AM
Updated : 10 July 2019, 11:42 AM

বুধবার বেলা ২টায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপ-পরিচালক স্টিফেন মুর্মু দিনাজপুরের হাকিমপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্বে থাকার সময় তিনি নিজে ও জেলা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোস্তাফিজুর রহমান হাকিমপুর উপজেলা কার্যালয়ের সাবেক ফিল্ড সুপারভাইজার আবুল কাসেমের পেনশনের তিন লাখ ২৩ হাজার ২০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

“তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫ (২) ধারায় মামলা করা হয়েছে।”