চাকরি দেওয়ার নামে ‘প্রতারণা’, সাভারে আটক ৪

চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা হাতানোর অভিযোগে সাভারে চার প্রতারককে আটক করেছে র‌্যাব।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2019, 05:56 PM
Updated : 9 July 2019, 05:56 PM

মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরুঙ্গী সুপার মার্কেটের পঞ্চম তলায় ‘লাইফওয়ে বাংলাদেশ (প্রা.) লিমিটেডে’ নামের একটি মার্কেটিং প্রশিক্ষণ অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হচ্ছে- প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা শরিফ মিয়া (২৩), তোফায়েল আহমেদ (২৩), রাজু (২৪) ও মেহেদী হাসান (২৩)।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার উনু মং চারজন আটকের কথা উল্লেখ করে বলেন, ওই মার্কেটিং কোম্পানির মালিকদের আটক করার প্রক্রিয়া চলছে।

র‌্যাব কর্মকর্তা জানান, মাস পাঁচেক আগে জিয়াউর রহমান জিয়াসহ পাঁচজন চৌরঙ্গী সুপার মার্কেটে অফিস ভাড়া করে লাইফওয়ে প্রশিক্ষণ কেন্দ্র খোলেন। ৫০ জনকে নামি দাবি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় কোম্পানিটির কর্মকর্তারা।

“চাকরি না পাওয়ায় ভুক্তভোগীরা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন।”

ভুক্তভোগীরা র‌্যাব-৪ এর সাভার ক্যাম্পে অভিযোগ করলে দুপুরে র‌্যাব-৪ অভিযান পরিচালনা করে চার কর্মকর্তাকে আটক করে। তবে ‘মূল হোতার ‘ পলাতক রয়েছে বলে জানান তিনি।

এছাড়া তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।