ফেনীতে মুহুরীর বাঁধে ভাঙন, সাত গ্রাম প্লাবিত

ফেনীর পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙনে সাত গ্রাম প্লাবিত হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2019, 05:33 PM
Updated : 9 July 2019, 05:35 PM

মঙ্গলবার সন্ধ্যায় এই নদীর পানি বিপদসীমার এক দশমিক ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রবল পানির তোড়ে বেড়িবাঁধের তিনটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের জানান, গত তিন দিনের টানা বৃষ্টি ও ভারতীয় উজানের পানির স্রোতে পরশুরামে চিথলিয়া, উত্তর শালধর, ও ধনিকুন্ডা এলাকায় মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙন ধরে।

“এতে পরশুরামের চিথলিয়া, উত্তর শালধর, দক্ষিণ শালধর, ধনিকুন্ডা, ঘনিয়ামোড়া, উত্তর ধনিকুন্ডা ও দেড়পাড়া গ্রাম প্লাবিত হয়েছে।

উজানের পানির স্রোত বন্ধ না হলে রাতে আরও গ্রাম প্লাবিত হতে পারে বলে শঙ্কা তার।

এদিকে, মঙ্গলবার বিকেলে ফুলগাজীর মুহুরী বাঁধের গার্ড ওয়ালের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ফুলগাজী বাজারেও পানি ঢুকে পড়ে। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বাজারের ব্যবসায়ীরা ছোট স্লুইচ গেট বন্ধ করে দেয়।