আদমদীঘিতে ট্রাক্টরে ট্রেনের ধাক্কা

বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি রেলগেটে ট্রেনের ধাক্কায় একটি পণ্যবোঝাই ট্রাক্টর বিধ্বস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2019, 02:42 PM
Updated : 9 July 2019, 02:42 PM

ছাতিয়ানগ্রাম রেলগেটে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে সান্তাহার রেল স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানিয়েছেন। 

ছাতিয়ানগ্রাম রেলগেটে দীর্ঘদিন ধরে গেটম্যান নেই বলে জানান রেলের এই কর্মকর্তা।

রেজাউল করিম বলেন, পারবর্তীপুর থেকে খুলনাগামী রকেট মেইল ছাতিয়ানগ্রাম রেলগেট অতিক্রম করার সময় ধান বোঝাই একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি বিধ্বস্ত হয় এবং ধনের বস্তাগুলো ছিটকে পড়ে।

“এ সময় ট্রাক্টরের চালক লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেছেন।”

স্থানীয়রা জানান, এই রেলগেটে গত ২০ বছর যাবৎ কোনো গেটম্যান না থাকায় পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। ছাতিয়ানগ্রামে একটি উচ্চ বিদ্যালয়, একটি বালিকা উচ্চ বিদ্যালয় ও দুইটি মাদ্রাসার শিক্ষার্থীরা এই রেলগেট অতিক্রম করে নিয়মিত যাতায়াত করে।

এ ব্যাপরে সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম বলেন, রেলগেটের গেটম্যানের বিষয়টি কর্তৃপক্ষ দেখবে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।