ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ইয়াবাসহ

বাগেরহাটের মোরেলগঞ্জে এক ছাত্রলীগ নেতা ও তার এক সহযোগীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2019, 03:12 PM
Updated : 8 July 2019, 04:50 PM

সোমবার মোরেলগঞ্জ পৌর এলাকার বেসরকারি রহিমা মেমোরিয়াল হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজী (২৮) ও তার সহযোগী নাঈম শেখ (১৮)।

ইব্রাহিম ফরাজী পৌরসভার বাদুড়তলার আব্দুল কাদের ফরাজীর ছেলে এবং নাঈম শেখ মোরেলগঞ্জ উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের লাভলু শেখের ছেলে।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকার সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী বেশ কিছুদিন আগে মাদক কেনাবেচার সাথে জড়িয়ে পড়েন বলে গোপন কাছে খবর আসে। সেই খবরের সূত্র ধরে সোমবার মাদকের ক্রেতা সেজে মোরেলগঞ্জে যায় র‌্যাবের একটি দল।

“তিনি আমাদের রহিমা মেমোরিয়াল হাসপাতালে গিয়ে মাদক সংগ্রহ করতে বলেন। আমরা সেখানে গেলে তিনি আমাদের আড়াইশ পিস ইয়াবা দেন। সে সময়ে আমরা ইব্রাহিম ও তার সহযোগী নাঈমকে আড়াইশ ইয়াবাসহ গ্রেপ্তার করি।”

তাদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

এ বিষয়ে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন বলেন, ছাত্রলীগ সব সময় মাদকের বিরুদ্ধে সোচ্চার। মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদকসহ গ্রেপ্তার হওয়ায় তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।