হবিগঞ্জে দলবেঁধে ধর্ষণ ও হত্যায় ৪ জনের যাবজ্জীবন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ ও হত্যার প্রায় ১৭ বছর পর চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2019, 02:27 PM
Updated : 8 July 2019, 02:27 PM

সোমবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উদ্দিন চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন নবীগঞ্জের হরিপুর গ্রামের নুর মিয়ার ছেলে মন্নাফ মিয়া, রজব আলীর ছেলে বাবুল মিয়া, মখলিছ মিয়ার ছেলে সাইফুল মিয়া ও আনমন গ্রামের আব্দুল খালেকের ছেলে রাজু মিয়া।

মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ২০ আগস্ট আসামিরা কৌশলে হরিপুর গ্রামের এক কিশোরীকে (১৫) রাতে নৌকায় নিয়ে ঘুরতে যান। নৌকার মধ্যে তারা মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। পরদিন নিহতের বোন রোখশানা আক্তার বাদী হয়ে ছয় জনের বিরুদ্ধে একটি মমালা দায়ের করেন।

আদালত পলিশের পরিদর্শক আল আমিন হোসেন জানান, তদন্ত শেষে ২০০৩ সালের ১৯ জুন প্রাথমিক এজাহারভুক্ত ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আবু হাশিম মোল্লা মাসুম বলেন, এ রায়ে বাদী ও তার পরিবারের লোকজন সস্তুষ্ট। দীর্ঘদিন পর হলেও রায় হওয়ায় খুশি তারা।

রায়ে অভিযুক্ত দুইজনকে খলাস দেওয়া হয়েছে। এরা হলেন আলাল মিয়া ও খালেক মিয়া।