চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে বিজিবি জানিয়েছে। তবে তারা তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2019, 10:30 AM
Updated : 8 July 2019, 10:30 AM

বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, গুলিতে একজন মারা গেছেন বলে বিএসএফ স্বীকার করেছে।

“দুপুরে সীমান্তে পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, এক ব্যক্তি সীমান্তের কাঁটাতারের বেড়া কাটছিলেন। এ সময় বিএসএফের গুলিতে তিনি মারা যান। লাশ বিএসএফের হেফাজতে রয়েছে। তবে তিনি ভারতীয় নাকি বাংলাদেশি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

এদিকে জেলার শিবগঞ্জ উপজেলার ঝড়ুটোলা গ্রামের শফিকুল ইসলামে ছেলে দুলাল উদ্দীন (১৮) রোববার রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছে।

এলাকাবাসী বলছে, দুলালসহ কয়েকজন কিরণগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়েছিলেন। এ সময় পশ্চিমবঙ্গের মালদহ জেলার সুখদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে একজন ঘটনাস্থলেই মারা যান। আর দুলালও এখনও ফিরে আসেননি।

বিজিবি কর্মকর্তা মাহমুদুল বলেন, দুলালের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বিএসএফকে দেওয়া হয়েছে। তারা মিলিয়ে দেখে বুধবার জানাবে।