রাঙামাটিতে পাহাড় ধসে শিশুসহ নিহত ২

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বৃষ্টিতে পাহাড় ধসে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2019, 08:32 AM
Updated : 8 July 2019, 10:15 AM

জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ জানান, সোমবার বেলা ১২টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের কলাবাগানের মালি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হল- ওই এলাকার সুনীল মল্লিকের তিন বছরের ছেলে উজ্জ্বল মল্লিক এবং তাহমিনা গম (২৫)।

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বলেন, রোববার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির মধ্যে কলাবাগানের মালি কলোনির পাহাড়ের পাদদেশে থাকা দুইটি ঘর পাহাড় ধসে ভেঙ্গে যায়। এ সময় ওই দুই ঘরের সবাই বের হতে পারলেও উজ্জ্বল ও তাহমিনা আটকা পড়ে।

“এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উজ্জ্বলের লাশ এবং তাহমিনাকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাহমিনকে হাসপাতালে নেওয়া হলে সেখনে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”