নেত্রকোণায় ইউএনওকে উত্ত্যক্ত করে তরুণ কারাগারে

নেত্রকোণার এক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উত্ত্যক্ত করার অপরাধে এক তরুণকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2019, 06:54 AM
Updated : 8 July 2019, 10:48 AM
দণ্ডিত শিমুল শেখ (২৫) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বারআনি গ্রামের মাহতাব শেখের ছেলে।

দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান বলেন,  নেত্রকোণা জেলার একজন ইউএনও রোববার  বিকেলে ঢাকা থেকে বিআরটিসির বাসে করে যাচ্ছিলেন। পথে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ মোড় থেকে শিমুল ওই বাসে ওঠেন।

“বাসে ওঠার পর থেকেই তিনি ওই ইউএনওকে নানাভাবে উত্ত্যক্ত করেন। ইউএনও নিজে ও বাসচালকের সহকারী শিমুলকে নিষেধ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। পরে ইউএনও থানায় জানালে বাসটি দুর্গাপুর বাসট্যান্ডে  থামার পর শিমুলকে গ্রেপ্তার করে পুলিশ। রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত শিমুলকে এক মাসের কারাদণ্ড দেয়।”

তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।