ফতুল্লায় দুর্ঘটনার পর বাসে আগুন-ভাংচুর

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসচাপায় মোটর সাইকেল আরোহী যুবকের মৃত্যুর পর বন্ধন পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে জনতা।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2019, 06:40 PM
Updated : 7 July 2019, 06:44 PM

সাইনবোর্ড এলাকায় রোববার রাত সাড়ে ৯টার দিকের এই ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

নিহত মোটর সাইকেল আরোহী নুর মোহাম্মদ বাদল (৩২) সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা।

ওই এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের পরিদর্শক জিয়াউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে লিংক রোডের  সাইনবোর্ড এলাকায় ঢাকাগামী বন্ধন পরিবহনের একটি বাস এক মোটর সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী বাদল নিহত হন।

এর পরপরই স্থানীয়রা বন্ধন পরিবহনের বাসটিতে ভাংচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। বন্ধন পরিবহনের আরেকটি বাস সেখানে এলেও তাও ভাংচুর করে জনতা। এতে লিংক রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ কর্মকর্তা জিয়াউল বলেন, ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাস দুটি সরিয়ে নেওয়ার পর রাত ১১টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক।

বাদলের লাশ স্বজনরা নিয়ে গেছে বলেও জানান তিনি।