পাবনায় পেটের পীড়ায় আক্রান্ত ২৫, স্কুলছাত্রীর মৃত্যু

পাবনায় একটি গ্রামে পেটেরে পীড়ায় আক্রান্ত হয়ে একদিনে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2019, 03:48 PM
Updated : 7 July 2019, 04:17 PM

রোববার দুপুরে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত সুমাইয়া খাতুন সখী শহীদ আহমেদ রফিক উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং বলরামপুর গ্রামের সেলিম শেখের মেয়ে।

পাবনা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের চিকিৎসক হাবিবুল ইসলাম বলেন, “ডায়রিয়াজনিত রোগেই এরা সবাই অসুস্থ হয়েছে। সখী মারাত্মক অসুস্থ হলেও যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।”

অসুস্থ অধিকাংশই ডায়রিয়া ও পেটের পীড়াজনিত রোগে আক্রান্ত বলে দাবি করছেন চিকিৎসকরা।

পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন, ঘটনাস্থলে জরুরি সেবা নিশ্চিত করার জন্যে একটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। পাশাপাশি পাবনা জেনারেল হাসপাতালের ২২ জন চিকিৎসককে সতর্কতার সঙ্গে কাজ করার অনুরোধ করা হয়েছে।

মৃত মেয়েটির পরিবারকে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঘটনাটি মন্ত্রণালয়ে অবহিত করার পর ঢাকার রোগতত্ত্ব ও নিরাময় কেন্দ্রের একটি বিশেষজ্ঞ দল পাবনার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলেও জানান তিনি।