গাজীপুরে মাদক-কারবার ছাড়ার অঙ্গীকার দেড়শজনের

গাজীপুর মহনগরে দেড়শতাধিক মাদক বিক্রেতা পুলিশের কাছে আর এ কাজে যুক্ত না থাকার অঙ্গীকার করেছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2019, 03:21 PM
Updated : 7 July 2019, 03:21 PM

রোববার মহানগর পুলিশ কার্যালয়ে অঙ্গীকার করে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন তারা।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, মাদক কেনাবেচায় জড়িত দেড় শতাধিক নারী-পুরুষ পুলিশের কাছে ‘আত্মসমর্পণ’ করেন। তারা আর মাদকের সঙ্গে জড়িত না থাকার অঙ্গীকারও করেছেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের বনগ্রাম, নান্দুয়াইন ও কুমারখাদাসহ আশপাশের এলাকার ‘কয়েকশ’ মানুষ মাদক বিক্রিতে জড়িত।

তিনি সাংবাদিকদের বলেন, সম্প্রতি ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি ছেড়ে অনেকে পালিয়ে যান। ওইদিন এলাকায় মাইকিং করে মাদক বিক্রেতাদের কাজ পরিবর্তনের আহ্বান জানায় পুলিশ।

“এর প্রেক্ষিতে রোববার মাদক বিক্রিতে জড়িত দেড় শতাধিক নারী-পুরুষ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সহায়তায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।”

এ সময় তারা আর কোনোদিন মাদক বিক্রিতে জড়িত না হয়ে অন্য জীবিকা গ্রহণ করার অঙ্গীকার করে বলে জানান তিনি।

আত্মসমর্পণের সময় পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, ডিসি হেডকোয়ার্টার্স আরিফ হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাওলানা মুঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।