রাঙামাটিতে জেলা পরিষদের হোটেল নির্মাণ বন্ধ করল প্রশাসন

কাপ্তাই হ্রদের তীরবর্তী জায়গায় একটি বহুতল হোটেল নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2019, 03:08 PM
Updated : 7 July 2019, 03:10 PM

সহকারী কমিশনার সিরাজুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত রোববার জেলা শহরের রিজার্ভমুখ এলাকায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন এই আবাসিক হোটেলটির কাজ বন্ধ করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম বলেন, “হ্রদ দখল করে হোটেল নির্মাণ করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আমাদের নিয়মিত উচ্ছেদ অভিযান।”

তবে স্থানটি জেলা পরিষদের নিজস্ব দাবি করে রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর বলেন, “আমরা আমাদের জায়গায় পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে নিজেদের অর্থায়নে হোটেল নির্মাণ করছি। জেলা প্রশাসন কেন কাজটি ভ্রাম্যমাণ আদালত পাঠিয়ে বন্ধ করে দিয়েছে তা আমাদের বোধগম্য নয়।”

এ বছরের ৪ মার্চ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষকেতু চাকমা শহীদ মিনার সংলগ্ন এলাকায় কাপ্তাই হ্রদ তীরবর্তী এলাকায় পর্যটন মোটেল নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

জেলা পরিষদের তথ্য মতে আবাসিক হোটেল নির্মাণের জন্য তিন কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল।