জয়পুরহাটে বাম জোটের সমাবেশে পুলিশের বাধা, সিপিবি নেতা আটক

জয়পুরহাটে বাম গণতান্ত্রিক জোটের হরতালের সমর্থনের একটি  সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়েছে; আটক করা হয়েছে এক সিপিবি নেতাকে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2019, 09:15 AM
Updated : 7 July 2019, 09:15 AM

রোববার সকাল সাড়ে ৭টার দিকে জয়পুরহাট শহরের পৌর মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে জয়পুরহাট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও জেলা সিপিবির সাধারণ সম্পাদক এমএ রশিদ জানান।

আটক হাসান সর্দার আক্কেলপুর উপজেলা সিপিবির সভাপতি।

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার সারাদেশে আধাবেলা হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট।

হরতালের মধ্যেও সকাল থেকে জয়পুরহাটে ট্রেন,আন্তঃজেলা রুটের বাস-ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেলেও বন্ধ ছিল শহরের অধিকাংশ দোকানপাট ।

রশিদ বলেন, “সকালে জয়পুরহাট শহরের পৌর মার্কেটের সামনে সমাবেশ চলাকালে পুলিশ তাতে আকস্মিক বাধা দেয়। এ সময় পুলিশ হরতালের ব্যানার ও দলীয় পতাকা কেড়ে নেয় এবং সমাবেশস্থল থেকে জেলা বাম গণতান্ত্রিক জোটের নেতা হাসান সর্দারকে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যায়।”

জেলা সদর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল হক সিপিবির সভাপতি হাসান সর্দারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটকের কারণ জানা জায়নি।