ব্রাহ্মণবাড়িয়ায় ‘আধিপত্য বিস্তারের বিরোধে’ ইউপি সদস্য খুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘আধিপত্য বিস্তারের বিরোধের’ জেরে এক ইউনিয়ন পরিষদ সদস্য খুন হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2019, 05:23 AM
Updated : 6 July 2019, 05:23 AM

কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম জানান, শুক্রবার কুপিয়ে আহত করার পর রাত আড়াইটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মো. শওকত ওরফে জসিম (৩৮) উপজেলার মেহারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওই ওয়ার্ডের যমুনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

শওকতের মেয়ে জিদনি আক্তার সাংবাদিকদের বলেন, শুক্রবার দুপুরে তার বাবাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। রাত সোয়া ৮টার দিকে শওকত বাড়িতে ফোন করে জানান তিনি আসছেন। এর কিছুক্ষণ পর খবর পাওয়া যায়, তাকে মারধর করে যমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ফেলে রাখা হয়েছে।

স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা করিম বলেন, “ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে। খুনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”