মৌলভীবাজারে বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বাল্য বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2019, 08:11 AM
Updated : 5 July 2019, 08:11 AM

উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর গ্রামে বৃহস্পতিবার ১৪ বছর বয়সী মেয়েটির বাড়িতে এ বিয়ে হওয়ার কথা ছিল।

খবর পেয়ে কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী গিয়ে বিয়ে বন্ধ করেন।

মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার জানান, উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীরচক গ্রামের আইয়ূব আলীর ছেলের সঙ্গে মেয়েটির বিয়ের আয়োজন চলছিল।

“এ সময় কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক বলে জানতে পারেন। পরে তিনি মেয়েটির  বাড়ি গিয়ে বিয়ের আয়োজন বাতিল করেন। ”

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুর হক বলেন, স্কুলের রেকর্ড অনুযায়ী মেয়েটির জন্ম ২০০৫ সালে। মেয়ের পরিবার একটি নকল জন্ম নিবন্ধন তৈরি করে তার বিয়ের আয়োজন করছিল।

পরে মেয়েটির বাড়িতে উপজেলা প্রশাসনের অভিযানের খবর পেয়ে ছেলে পক্ষ থেকে কেউ আসেনি বলে জানান আশেকুর।