লিবিয়ায় বিমান হামলা: নিহতদের একজন মাদারীপুরের শাহজালাল

লিবিয়ার অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলায় নিহতদের একজন মাদারীপুরের শাহজালাল কাজী।

জ্যেষ্ঠ প্রতিবেদকও মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2019, 04:33 PM
Updated : 4 July 2019, 05:42 PM

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর এ এস এম আশরাফুল ইসলাম খবরটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।

শাহজালাল কাজী (২৫) মাদারীপুর সদরের মস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাকছাড়া গ্রামের ফজল কাজীর ছেলে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে লিবিয়া থেকে শাহজালালের চাচাত ভাই জুয়েলও খবরটি তাদের বাড়িতে জানান।

সংবাদ পাওয়ার পর থেকেই শাহজালালের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বাড়িতে ভিড় করেন স্বজন-প্রতিবেশীরা।

বুধবার ভোররাতে লিবিয়ার রাজধানী ত্রিপোলির তাজৌরা এলাকায় এই অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ হামলায় আরও ৮০ জন আহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে। ওই কেন্দ্রে ১২০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন।

শাহজালালের বাড়িতে আহাজারি

শাহজালালের বোন রুবি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বিমান হামলায় নিহতের শ্যালক শহিদুল ইসলাম নিখোঁজ রয়েছেন এবং চাচাত ভাই জুয়েল আহত হন বলে জুয়েল জানিয়েছেন।  

রুবি জানান, ইতালি যাওয়ার জন্য গত রোজার মাসে দালালের মাধ্যমে লিবিয়া যান মাদারীপুরের শাহজালাল কাজী, তার চাচাত ভাই জুয়েল ও শ্যালক শহিদুল। ইতালি যাওয়ার জন্য লিবিয়াতে অবস্থাকালে লিবিয়া পুলিশের হাতে আটক হন তারা। পরে তাদেরকে লিবিয়ায় অন্যদের সঙ্গে একটি অভিবাসী আটক কেন্দ্রে রাখা হয়।

রুবি বলেন, “আমার ভাই ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের পরামর্শে লিবিয়া গিয়ে মারা গেল। ভাইয়ের লাশটি যেন বাড়িতে আসে। শেষবারের মতো ভাইয়ের লাশটি দেখতে চাই আমরা।”

শাহজালালের স্ত্রী ও এক মেয়ে রয়েছে বলে তিনি জানান।