পদ্মা সেতু সংযোগ সড়কে অতিরিক্ত জমি দখলের অভিযোগ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর সংযোগ সড়ক ও রেললাইনের জন্য অধিগ্রহণ করা জমির চেয়ে অতিরিক্ত জমি দখল করার অভিযোগ উঠেছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2019, 11:24 AM
Updated : 4 July 2019, 11:24 AM

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার পশ্চিম নাওডোবা এলাকায় মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে তারা এই অভিযোগ করার পাশাপাশি এর প্রতিবাদ করেন।

ওই এলাকার মো. সোলাইমান মোল্লা, সেকান্দার মোল্লা, ইউসুফ মোল্লা, আবুল হোসেন বেপারী, মো. নাছিম ওরফে বাপ্পি মোল্লাসহ দুই শতাধিক লোক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

সোলাইমান বলেন, পদ্মা সেতু রেললাইনের জন্য তার কাছ থেকে এক একর দুই শতাংশ জমি অধিগ্রহণ করেছে সরকার।

“কিন্তু আমার কাছ থেকে দখল করা হয়েছে এক একর ৮৮ শতাংশ জমি। এমনি করে মতিউর রহমান মাদবর, ইউসুফ মোল্লাসহ সবার থেকে অতিরিক্ত জমি জবরদখল করা হয়েছে। অতিরিক্ত জমির ন্যায্য মূল্য পরিশোধ করা হলে আমরা জমি দিতে প্রস্তুত। ন্যয্য পাওনা আদায় না হলে অতিরিক্ত জমিতে রেললাইন নির্মাণকাজ আমরা বন্ধ করে দেব।”

 এ বিষয়ে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, যে সময় জমির মালিকরা অভিযোগ করেন ওই সময় তিনি এখানে দায়িত্বে ছিলেন না।

“আমার কাছে অভিযোগ দিলে আমি বিধিমোতাবেক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।”