পাবনায় গ্রেপ্তার আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত

পাবনার বেড়া উপজেলায় আট মামলার এক আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2019, 06:52 AM
Updated : 4 July 2019, 06:52 AM

বুধবার রাত ৩র দিকে বেড়া পৌর সদরের জোরদা ঈদগাহ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বেড়া থানার ওসি শহীদ মাহমুদের ভাষ্য।

নিহত ওয়ালী উল্লাহ (৩১) উপজেলার সানিলা এলাকার আকবর আলী মাস্টারের ছেলে। মাদকের কারবার  ও ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে পাবনা ও  সিরাজগঞ্জের বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে বলে তথ্য দিয়েছে পুলিশ।

ওসি শহীদ মাহমুদ বলেন, পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বুধবার ওয়ালী উল্লাহকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল তাকে নিয়ে জোরদা ঈদগাহ এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে যায়।

“পুলিশ সেখানে পৌঁছালে ওয়ালী উল্লাহর সহযোগীরা গুলি করে, পুলিশও তখন পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ওয়ালী উল্লাহ গুলিবিদ্ধ হয় এবং সন্ত্রাসীরা পিছু হটে যায়।”

আহত ওয়ালী উল্লাহকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ওসি।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি এবং ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ অভিযানে পুলিশের চার সদস্যও আঘাত পেয়েছেন।