রাজশাহীতে ‘প্রকাশ্যে মারধর করে টাকাসহ বাইক ছিনতাই’

রাজশাহীর পবা উপজেলায় প্রকাশ্যে বাবা-ছেলেকে মারধঘর করে মোটরসাইকেলসহ চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2019, 04:30 PM
Updated : 3 July 2019, 04:30 PM

উপজেলার মতিয়াবিল গ্রামের কাসেম আলী এই অভিযোগ করেছেন।

কাসেম বলেন, বুধবার বিকেলে তিনি ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে চার লাখ টাকাসহ বাড়ি ফিরছিলেন। বায়া বাজারে পৌঁছালে কয়েকজন তাদের গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করে মোটরসাইকেল ও টাকার ব্যাগ কেড়ে নিয়ে চলে যায়। 

“এ সময় বাজারে অনেক লোকজন ছিল। তারা সবাই দাঁড়িয়ে দেখেছে। কেউ উদ্ধারে এগিয়ে আসেনি। ঘটনার পর আমরা একটি অটোরিকশা নিয়ে বিমানবন্দর থানায় যাই। সেখান থেকে পুলিশ আমাদের হাসপাতালে পাঠায়।”

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাসেমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আর সাগরকে হাসপাতালে ভর্তি করা হয় বলে কাসেম জানান।

বিমানবন্দর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, “পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। এটি ছিনতায়ের ঘটনা নয়। কয়েক দিন আগে ওই এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষে মারামারি হয়।

“সে ঘটনার জেরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”