চাঁদপুরে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের’ আগুনে পুড়ল ৫ বাড়ি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পাঁচটি বাড়ি পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2019, 01:17 PM
Updated : 3 July 2019, 01:17 PM

বুধবার দুপুরে উপজেলার কালচো উত্তর ইউনিয়নের মাড়কি বক্স আলী মজুমদার বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

জেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, বসতঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

“অগ্নিকাণ্ডে আমজাদ আলীর ছেলে বাদশা মিয়া, বাদশা মিয়ার ছেলে শাহজাহান ও কবির, ছামেদ মিয়ার ছেলে বিরাম খাঁ ও সফিকুর রহমানের বসতঘরসহ পাঁচ পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।”

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।

কালচো উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া বলেন, “আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর পরনের কাপড় ছাড়া কিছু নেই। স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে।”

আগুনের খবর পেয়ে শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী নিয়ে হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।