মানবতাবিরোধী অপরাধ মামলার ৭ আসামি গ্রেপ্তার

নীলফামারীর ডিমলা উপজেলায় মানবতাবিরোধী অপরাধ মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2019, 11:32 AM
Updated : 2 July 2019, 11:32 AM

মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে ২০১৭ সালের ২০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দেওয়া হয়। এর দুই বছর পরে তাদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ কারণে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের  ঢাকায় পাঠানো হবে বলে তিনি জানান।

গ্রেপ্তার সাত আসামি হলেন ডিমলা উপজেলার খালিশা চাপানী গ্রামের ইব্রাহিম মুন্সীর ছেলে মো. একরামুল হক (৭৮), দক্ষিণ তিতপাড়া গ্রামের সাহাদত উল্লাহর ছেলে মো. আব্দুস ছাত্তার (৭৯), সুন্দরখাতা গ্রামের আব্দুল হাকিমের ছেলে  মো. আব্দুল খালেক (৭১), গয়াবাড়ি গ্রামের বক্তার উদ্দিনের ছেলে মো. মোকলেছার রহমান ওরফে খোকা (৭৬), গয়াবাড়ি উকিলপাড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে মো. শহীদুল্লাহ্ সরকার (৭০), গয়াবাড়ি গ্রামের নফির উদ্দিন ওরফে ফেসু মুন্সীর ছেলে (বর্তমান ঠিকানা ডিমলা সদরের বাবুরহাট গ্রাম) মো. নুরুল হক (৬৫) ও দক্ষিণ খগাখড়িবাড়ী গ্রামের হাতেম আলীর ছেলে মো. শাহাদৎ হোসেন (৬৮)।