রূপগঞ্জে নারী শ্রমিকের গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারী বিড়িশ্রমিককে গলা কেটে হত্যা করেছে কয়েকজন যুবক।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2019, 06:26 PM
Updated : 30 June 2019, 06:27 PM

রোববার উপজেলার গন্ধর্বপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান।

নিহত নুর বানু (৬০) গন্ধর্বপুর এলাকার মৃত আব্দুল রাজ্জাকের স্ত্রী। তার এক ছেলে ও চার মেয়ে রয়েছে।

নুর বানুর পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এ ঘটনায় সন্দেহজনক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আটকরা হলেন সিরাজগঞ্জ জেলার সাহাজাতপুর উপজেলার বুরজুবালার বাবু পরামানিকের ছেলে আব্দুল বারেক, নাবাবিলার আব্দুল জলিলের ছেলে আল-মামুন, ফজর আলীর ছেলে হোসেন আলী, রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর তালতলার নুরু মিয়ার ছেলে জাহাঙ্গীর ও আহসান উল্লাহর ছেলে আলামিন।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, গন্ধর্বপুরের নিজ বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নুর বানুর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এই ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।