স্কুলছাত্রের উপর হামলা: ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ

টাঙ্গাইলের কালিহাতীতে স্কুলছাত্রের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2019, 04:28 PM
Updated : 30 June 2019, 04:28 PM

রোববার বিকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে মানববন্ধন করে তারা।

কালিহাতী থানা ওসি মীর মোশারফ হোসেন জানান, মানববন্ধন চলাকালে এক পর্যায়ে উত্তেজিত এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।

পরে কালিহাতী উপজেলা প্রশাসন আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় বলে জানান তিনি।

এলাকায় পূর্ব বিরোধের জেরে গত সোমবার (২৪ জুন) বিকালে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ১৫-২০ জন যুবক এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র হৃদয়ের উপর হামলা চালায়। তারা তাকে লোহার রড, ক্রিকেট স্ট্যাম্প ও ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

তাকে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলজে হাসপাতালে ও পরে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হৃদয় বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরদিন হৃদয়ের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে সবুজ, সজীব, রাফিসহ ১০-১২ জনকে আসামি করে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার পাচঁদিন পার হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ।

হৃদয়ের বাবা শহিদুল ইসলাম বলেন, “আমার ছেলেকে যারা আমানবিকভাবে মেরেছে তাদের কঠিন শাস্তি চাই।”

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন আরও বলেন, “আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমাদের অভিযান চলছে। আশা করছি আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হব।”