শরীয়তপুরে ধর্ষণের অভিযোগে মেয়রের ছেলে আটক

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরীয়তপুরের জাজিরা পৌরসভার মেয়রের ছেলেকে আটক করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2019, 12:21 PM
Updated : 30 June 2019, 12:28 PM

জাজিরা থানার ওসি মো. বেলায়েত হোসেন জানান, রোববার ভোরে এলাকায় অভিযান চালিয়ে মাসুদ বেপারীকে আটক করা হয়।

তবে মাসুদের বাবা ইউনুছ বেপারী এ ঘটনাকে প্রতিপক্ষের ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

মামলার নথি অনুযায়ী, জাজিরা ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রী ও জাজিরা পৌরসভার আরাচণ্ডী এলাকার শরীফ সরদার নামে এক তরুণের মধ্যে প্রেমের সম্পর্ক ঘড়ে ওঠে। বিয়ের প্রলোভন দিয়ে শরীফ তাকে ধর্ষণ করেন। পরে শরীফ অন্য মেয়েকে বিয়ে করলে এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ হয়। কিন্তু মীমাংসা হয়নি।

শনিবার ওই ছাত্রীকে মেয়রের ছেলে মাসুদ মোবাইল ফোনে মীমাংসার কথা বলে তার বাড়িতে ডেকে নেন বলে পরিবারের অভিযোগ।

পরিবারের দাবি, শনিবার সন্ধ্যা ৬টায় দিকে কলেজছাত্রী মাসুদের বাড়ি যান। সে সময় মাসুদের স্ত্রী বা অন্য কেউ বাড়ি ছিল না। মাসুদ তাকে একা পেয়ে ধর্ষণ করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পাশের বাড়ি গিয়ে তিনি আশ্রয় নেন। সেখান গিয়ে তার মা তাকে উদ্ধার করেন।

তবে মেয়র ইউনুছ বেপারী এ ঘটনাকে প্রতিপক্ষের ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

তিনি বলেন, “আমার প্রতিপক্ষের লোকেরা ষড়যন্ত্র করে আমার ছেলেকে ফাঁসানোর জন্য মিথ্যা ঘটনা রটনা করছে।”

ধর্ষণের অভিযোগে মাসুদ ও শরীফের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা হয়েছে।

ওসি বেলায়েত বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে মেয়রের ছেলে মাসুদকে আটক করা হয়েছে। শরীফকে ধরার চেষ্টা চলছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”