শিক্ষক নিয়োগে ‘প্রশ্নফাঁস চক্রের সদস্য’ আটক

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য সন্দেহে শিমুল এক যুবককে আটক করেছে র‌্যাব।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2019, 02:33 PM
Updated : 29 June 2019, 02:33 PM

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুন্না বিশ্বাস জানান, ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রাম থেকে শুক্রবার শিমুল সীমান্ত সেতুকে (২০) আটক করা হয়।

শনিবার আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানো হয় বলে মুন্না জানান।

শিমুল সীমান্ত সেতু গজারিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে ও বগুড়ার টিএমএসএস পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থী।

র‌্যাব কর্মকর্তা বলেন, শিমুল প্রশ্নপত্র ফাঁস চক্রের একজন সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সে অর্থের বিনিময়ে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল।

“শুক্রবার গাইবান্ধায় অনুষ্ঠিত প্রাথামিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগে থেকেই সে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রশ্ন সরবরাহের পাঁয়তারা করছিল।”

গোপন খবর পেয়ে র‌্যাব-১৩-এর সদস্যরা অভিযান চালিয়ে শিমুলকে তার বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় ফুলছড়ি থানায় একটি মামলা করা হয়েছে এবং এই চক্রের অন্য সদস্যদেরওকও শনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান।