গোপালগঞ্জে বাস চাপায় মা-ছেলে নিহত, সড়ক অবরোধ

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় বাস চাপায় এক নারী ও তার ছেলের মৃত্যুর পর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2019, 07:14 AM
Updated : 29 June 2019, 07:40 AM

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান,শনিবার সকাল সোয়া ৮ টার দিকে উপজেলার গ্যাড়াখোলা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার ঢাকপাড়া গ্রামের এরশাদ খানের স্ত্রী শাওন বেগম (২৭) ও তাদের ছেলে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র সাকিব খান (৭)।

ওসি বলেন, “শাওন তার ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলেন। পথে গ্যাড়াখোলায় ঢাকা-খুলনা মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে খুলনাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস তাদের চাপা ঘটনাস্থলেই মা ও ছেলেনন মৃত্যু হয়।”

পরে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ শুরু করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

তিনি বলেন, এ সময় সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে; বিক্ষোভকারীরা ১০/১২ টি যানবাহনে ভাংচুর চালায়। এ সময় জানালার কাঁচ ভেঙ্গে আহম্মদ নামে আট বছরের এক শিশু আহত হয়।

পরে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা আলী ও পুলিশ গিয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে শান্ত করলে সকাল সোয়া ১০টার দিকে তারা সড়ক ছেড়ে দেয় বলে জানান ওসি।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।