মুন্সীগঞ্জে ‘পায়ুপথে হাওয়া’, চিকিৎসাধীন নির্মাণ শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জে ৪০ বছর বয়সী এক নির্মাণ শ্রমিকের ‘পায়ুপথে হাওয়া’ দেওয়ার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2019, 06:06 PM
Updated : 28 June 2019, 06:30 PM

শুক্রবার এ ঘটনায় আরেক নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার গজারিয়া থানার ওসি মো. হারুন-অর রশীদ।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন চিকিৎসার পর বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ধনু মিয়া নামে এই নির্মাণ শ্রমিক মারা যান। এ ঘটনায় হত্যার অভিযোগে মাসুদ (২২) নামে আরেক নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ।

“শুক্রবার সকালে তাকে আদালতে পাঠনো হয়। মাসুদ ম্যাজিস্ট্রেটের কাছে অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।”

স্বজনদের অভিযোগ, ধনু মিয়া গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া এলাকায় নিউ হোপ নামে একটি নির্মাণ প্রতিষ্ঠানে রাজমিস্ত্রির কাজ করতেন। বুধবার সকালে কাজ করার সময় তার সহকারী মাসুদ একটি যন্ত্র দিয়ে তার পশ্চাদ্দেশে হাওয়া দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।